স্ত্রী-সন্তান মিলে শ্বাসরোধে হত্যা করলো ইসলামিক ফাউন্ডেশনের কর্মচারীকে

চট্টগ্রাম নগরীতে আবদুল মান্নান (৫৮) নামে ইসলামিক ফাউন্ডেশনের এক কর্মচারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্ত্রী ও সন্তান।

বুধবার (২৩ নভেম্বর) গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানার নাজিরপাড়া নিজাম কলোনিতে এ ঘটনা ঘটে।

পারিবারিক কলহের জেরে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রথম স্ত্রী ও সন্তানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পাঁচলাইশ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার বাঘমারা পুকুরের পাড় এলাকায়।

তিনি ইসলামিক ফাউন্ডেশন ফটিকছড়ি শাখা মডেল কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার দুই স্ত্রী রয়েছে।

Yakub Group

পারিবারিক বিরোধের জেরে প্রথম স্ত্রী খাদিজা বেগম ও সন্তানরা বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে পুলিশকে স্বীকারোক্তি দিয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে স্ত্রী এবং সন্তানরা মিলে আব্দুল মান্নানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হত্যাকাণ্ডে জড়িত থাকা কথা স্বীকার করেছে। বুধবার গভীর রাতে এই হত্যা কান্ড ঘটান তারা। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।’

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!