স্ত্রী-পুত্র নিয়ে আবারও করোনায় বিআইটিআইডির ডা. শাকিল

বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) করোনা টেস্ট ল্যাবের প্রধান ডা. শাকিল দ্বিতীয়বারের মত করোনা আক্রান্ত হয়েছেন। প্রথম দফায় শুধু নিজে আক্রান্ত হলেও এবার তাঁর স্ত্রী এবং ডাক্তার পুত্রও করোনায় আক্রান্ত হয়েছেন।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন ডা. শাকিল নিজেই।

শনিবার (৮ মে) ল্যাবে নিজেরসহ পরিবারের অন্য দুইজনের নমুনা তিনি নিজেই পরীক্ষা করিয়েছেন। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে তাদের। তবে করোনা পজিটিভ হওয়া এই ৩ জনই করোনা টিকার দুইটি করে ডোজ নিয়েছেন বলে জানিয়েছেন ডা. শাকিল আহমেদ।

তাঁর সাথে করোনায় আক্রান্ত হওয়া অন্য দুজন হলেন স্ত্রী শিরীন আহমেদ (৫৪) ও ডাক্তার পুত্র তৌসিফ আহমেদ (৪০)।

এ বিষয়ে অধ্যাপক ডা. শাকিল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও কাজে যোগ দিতে পারি। আমাদের প্রত্যেকের করোনা উপসর্গ আছে। গা ব্যথাসহ জ্বর কাশি আছে।’

এর আগে ২০২০ সালের ২৬ মে প্রথমবার করোনা আক্রান্ত হয়েছিলেন ডা. শাকিল আহমেদ।

ওই বছর ২৫ মার্চ থেকে ডা. শাকিলের নেতৃত্বে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বিআইটিআইডিতে করোনা টেস্টের শুরু হয়। প্রথম দিকে চট্টগ্রাম বিভাগের প্রায় ছয়টি জেলার নমুনা এই পরীক্ষাগারে সম্পন্ন হয়ে আসছিল।

এআরটি/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!