s alam cement
আক্রান্ত
৩৪৪৬৬
সুস্থ
৩১৭৭৫
মৃত্যু
৩৭১

স্ত্রী-পুত্রসহ করোনার কবলে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার

0

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম বিভাগীয় করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতিও তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে নমুনা দেওয়ার পর রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তার শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

এবিএম আজাদের স্ত্রী ও এক ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিআইটিআইডিতে নমুনা দেওয়ার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে বিভাগীয় কমিশনার তার স্ত্রী ও সন্তান নিয়ে নগরীর ডিসি হিলের বাংলোতে হোম আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম বিভাগে করোনাভাইরাস প্রতিরোধে প্রথম থেকেই নেতৃত্ব দিয়ে আসছেন বিভাগীয় কমিশনার। সরকারি ও নির্ধারিত বেসরকারি হাসপাতালগুলোতে কোভিড-১৯ চিকিৎসাসেবা ও হোম আইসোলেশন সেন্টার চালু, সাধারণ বেডের পাশাপাশি ভেন্টিলেটরসহ আইসিইউ বেড স্থাপন, প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ এবং চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ কাজে তিনি ভূমিকা রেখেছেন।

Din Mohammed Convention Hall

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

আরও পড়ুন
ksrm