মাহমুদা খানম মিতু খুনের মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার(১০ আগষ্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন।
এসময় বাবুল আক্তার ফেনী কারাগারে ছিলেন।
বাবুল আক্তারের আইনজীবী মুহাম্মদ আজমুল হুদা জানান, বাবুল আক্তারের জামিন আবেদনের বিষয়ে ভার্চুয়াল আদালতে শুনানি হয়েছে। কিন্তু ৩০২ ধারার মামলায় জামিন দেওয়ার এখতিয়ার এই আদালতের নেই। বিধি অনুযায়ী জামিন না মঞ্জুর হয়েছে।
পরবর্তীতে বাবুল আক্তারের জামিনের জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান আইনজীবী মুহাম্মদ আজমুল হুদা।
আইএমই/এমএফও