স্ত্রীসহ করোনা আক্রান্ত কক্সবাজারের পৌর মেয়র

কক্সবাজার পৌরসভার দুই কাউন্সিলর করোনায় আক্রান্ত হওয়ার পর এবার এ রোগে আক্রান্ত হলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান এবং তার স্ত্রীও।

শনিবার (৩০ মে) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষাকৃত নমুনার মধ্যে সদর উপজেলার যে ২১ জনের রির্পোট পজিটিভ এসেছে তাদের মধ্যে স্ত্রীসহ মুজিবুর রহমান রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ডা. রুপেশ পাল। তিনি বলেন, গত ২৮ মে রাতে মেয়র মুজিবুর রহমান ও তার স্ত্রী করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। আর ৩০ মে তাদের রিপোর্ট পজিটিভ এসেছে।

মেয়র মুজিবুর রহমানের ব্যক্তিগত প্রেসসচিব আহসান সুমন বলেন, মেয়র মহোদয় শনিবার দুপুরে পায়ের ব্যথা নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পুরোপুরি সুস্থ।

তিনি আরও বলেন, মেয়র ও মেয়রের স্ত্রী ছাড়াও জেঠাত ভাই এবং জেঠাত ভাইয়ের স্ত্রীও করোনায় আক্রান্ত।

এদিকে মেয়র মুজিবুর রহমান তার সুস্থতার জন্য পৌরবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে পৌরবাসীর মাঝে ত্রাণ নিয়ে স্বশরীরে ছুঁটে যান মেয়র মুজিবুর রহমান। এর আগে করোনা আক্রান্ত হন কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন সেতু।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!