স্ত্রীসহ করোনার কবলে এবার চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী ফারহানা নাহারও গত শনিবার থেকে করোনার কবলে পড়েছেন। দুজনেরই অল্প জ্বর ও সর্দি-কাশি রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডি থেকে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেনের করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মাসুদ রানা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ডিসি স্যারের জ্বর ও সর্দি থাকায় করোনা পরীক্ষার জন্য ফৌজদাহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে নমুনা দেওয়া হয়েছিল। বুধবার রাতে ল্যাব থেকে কনফার্ম করা হয়েছে স্যার করোনা পজিটিভ। স্যার ডিসি হিলের বাসভবনে আইসোলেটেড আছেন।’

তিনি আরও জানান, গত শনিবার থেকে জেলা প্রশাসকের স্ত্রী ফারহানা নাহারও করোনা আক্রান্ত।

প্রসঙ্গত, ১২ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিও ডিসি হিলের বাংলোতে হোম আইসোলেশনে রয়েছেন। এবিএম আজাদ চট্টগ্রাম বিভাগীয় করোনা প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন। এর আগে ১০ সেপ্টেম্বর থেকে তাঁর স্ত্রী ও বড় ছেলে করোনা আক্রান্ত হয়েছেন।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!