স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর গলায় দড়ি পেকুয়ায়

কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় রশি পেঁচিয়ে আলিফ উদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

আলিফ (৩৩) উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. ইসমাঈল বলেন, ‘স্ত্রীর সঙ্গে কয়েক মাস ধরে আলিফ উদ্দিনের মনোমালিন্য চলছিল। যতটুকু জেনেছি স্ত্রীর সঙ্গে অভিমান করেই তিনি আত্মহত্যা করেছে। তবে সে সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না। ঘরের বেড়ার আড়ার সঙ্গে রশি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।’

আলিফ উদ্দিন পেশায় দিনমজুর ছিলেন বলে জানান তিনি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, ‘বিষয়টি জানিনা, তবে খোঁজ নিচ্ছি।’

ডিজে

ksrm