স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বামীর জবানবন্দি

স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জয়নাল আবেদীন (৩২) নামে এক ব্যক্তি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) মহানগর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খায়রুল আমিনের আদালতে স্ত্রী রোকসানা বেগমকে গলাকেটে হত্যা করার বিষয়ে স্বীকারোক্তি দেন।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাব উদ্দীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, নগরীর বাকলিয়ায় ৪ সন্তানের জননী রোকসানা বেগমকে হত্যা করার বিষয়টি স্বীকার করে নিহতের স্বামী জয়নাল আবেদীন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, ২০১৮ সালে নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হওয়া রোকসানা বেগমকে হত্যা করার বিষয়টি স্বীকার করে তার স্বামী জয়নাল আবেদীন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্ত্রীকে হত্যা করার পর তিনি সকল প্রকার ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার বন্ধ করলেও আমাদের নানামূখি প্রচেষ্টায় আমরা তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। জয়নালকে কুমিল্লার কান্দিরপাড় থেকে গ্রেপ্তার করি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর দিবাগত রাতে বাকলিয়ার তুলাতলী আলী মার্কেটের (লিজা বিল্ডিং) ৫ম তলা সিঁড়ির ডান পাশের একটি ভাড়া ঘর থেকে নিহত গার্মেন্টস কর্মী রোকসানা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ।

রোকসানা ও জয়নালের মাঝে মনোমালিন্য হলে রোকসানার বোন-দুলাভাই মিলে তাদের সমস্যা মিটমাট করে দেয়। কিন্তু জয়নাল ওই রাতেই ধারালো ছুরি দিয়ে রোকসানাকে হত্যা করে পালিয়ে যান। জয়নাল ফুটপাতে ফল বিক্রি করতেন। তিনি কুমিল্লার মুরাদ নগরের মৃত রুহুল আমিনের ছেলে। বাকলিয়া থানা পুলিশের হতে গ্রেপ্তার হওয়ার সময় তিনি কুমিল্লা সদরের কান্দিরপাড় এলাকায় চায়ের দোকানে চাকরি করতেন।

এফএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm