স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে শ্বাসরোধ করে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী মো. মনির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এই রায় দেন।

জানা গেছে, ২০১৯ সালের ১৭ জুলাই খাগড়াছড়ি জেলা সদরের কলেজ গেট এলাকায় ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ রোজিনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী মনির হোসেন। ঘটনার দুইদিন পর মনির হোসেনের ঘর থেকে রোজিনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘট্নায় রোজিনা বেগমের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকট বিধান কানুনগো বলেন, আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ সাজা দিয়েছেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm