যাত্রা শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের অফিসার্স অ্যাসোসিয়েশন। ১৪ ডিসেম্বর এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মণি লাল দাশ ও কোম্পানি সচিব মো. ছিদ্দিকুর রহমানসহ স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
অতিথিবৃন্দ কেক কেটে এসোসিয়েশনের কার্যক্রম উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় অংশ নেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
১৫ সদস্যের অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আবদুস ছালাম মীর, সহসভাপতি ওয়াহিদুল ফেরদৌস মামুন, সাধারণ সম্পাদক মো. আলমগীর।
কমিটির বাকি কর্মকর্তারা হচ্ছেন- সহসাধারণ সম্পাদক আবুল বশর আজাদ, সাংগঠনিক সম্পাদক মীর মো. সাইফুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক বিজয় চন্দ্র রায়, অর্থ সম্পাদক মো. কামরুল হুদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহদপ্তর সম্পাদক অসীম পারিয়াল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার জাহিদ, নির্বাহী সদস্য মীর হোসেন, কাজী মহিউদ্দিন ও মিহির রায়।
কেএস