ইউএসটিসি শাখা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং-এর এক মত বিনিময় সভা শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ইউএসটিসি শাখার সভাপতি সুলতান সালাউদ্দিন পিয়াসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জোবায়ের ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন পতেঙ্গা মডেল থানার ওসি উৎপল বড়ুয়া। প্রধান বক্তা, সিএমপি সিটি স্পেশাল ব্রাঞ্চ চিফ ইনটেলিজেন্স অফিসার মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসির সহকারী প্রক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, এস আই আনোয়ার হোসেনসহ ইউএসটিসি শাখা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং-এর নেতৃবৃন্দ।
সভায় বিশ্ববিদ্যালয়ে শান্তি-শৃঙ্খলায় কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা নিয়ে মতবিনিময় কালে প্রধান অতিথি উৎপল বড়ুয়া বলেন, পুলিশই জনতা এবং জনতাই পুলিশ’ এই মূলনীতি বাস্তবায়ণের মূল কথাই হলো কমিউনিটি পুুলিশিং। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা, অপরাধীদের গ্রেফতার তথা সামাজিক সমস্যাদি সমাধানের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সমস্যা সমাধানের উপায় উদ্ঘাটন ও বাস্তবায়ন করা যায়।
এসএস