চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। স্কুল শেষে বাসায় ফেরার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় ছিলেন তিনি।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বড়তাকিয়া মাজার গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকার নাম মীরা রানী ভৌমিক (৪৫)। তিনি খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, স্কুল শেষে বাসায় ফেরার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় ছিলেন মীরা রানী ভৌমিক। এ সময় ঢাকামুখু একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে এবং আরও দুই পথচারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে এবং আহত দুই পথচারীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই কাভার্ডভ্যান চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন।
পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানা গেছে।
জেজে/ডিজে