স্কুল শিক্ষার্থীদের সচেতন করতে সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের কর্মশালা

ছাত্র-ছাত্রীদের মাঝে নিরাপদ সড়ক ব্যবহার এবং ট্রাফিক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে সিএমপি ট্রাফিক উত্তর বিভাগ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর ছাত্র-ছাত্রীদের নিয়ে এ আয়োজন করা হয়।

এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. অর্থদর্শী বড়ুয়া এবং প্রধান অতিথি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন।

s alam president – mobile

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, টিআই (প্রশাসন) মো. কামাল হোসেন, টিআই (খুলশী) মো. সালাউদ্দিন মামুন, টিআই (চাঁন্দগাও) উত্তম কুমার দেবনাথ, টিআই (মুরাদপুর) ইস্রাফিল মজুমদার, টিআই (বায়েজিদ) মো. আলমগীর হোসেন এবং কলেজের প্রভাষক আবদুল হালিম, প্রভাষক ড. ওয়ালিউল্লাহ, মো. বরকতুল্লাহসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!