চট্টগ্রামের সীতাকুণ্ডে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
অভিযুক্তের নাম অংকর বিশ্বাস (১৫)। বৃহস্পতিবার (২ জুন) তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। সে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকার অর্পন বিশ্বাসের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার বিকাল আনুমানিক ৩টার দিকে কুমিরার লতিফা ছিদ্দিকী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির একছাত্রীকে (১৩) গাব খাওয়ানোর কথা বলে কৌশলে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে অংকন।
ঘটনাটি জানতে পেরে মেয়ের মা ঘটনাস্থলে পৌঁছলে ধর্ষক পালিয়ে যায়। এরপর মেয়েটির মা বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘মামলা দায়েরের পর আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি।’
এছাড়া মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।
ডিজে