স্কুলছাত্রীদের অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের কারাদণ্ড কর্ণফুলীতে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীদের অশ্লীল অঙ্গভঙ্গি ও উত্যক্ত করায় কাজল শেখ নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ মে) সকালে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার চৌধুরী এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত কাজল শেখ নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি কর্ণফুলী এলাকাতে বেশ কিছুদিন ধরে রাজমিস্ত্রি শ্রমিকের কাজ করেন।

জানা গেছে, উপজেলার শিকলবাহা প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে বেশ কিছুদিন যাবৎ অশ্লীল মন্তব্য এবং অঙ্গভঙ্গি করে আসছিলেন কাজল শেখ। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে উপজেলা প্রশাসনকে জানান। রোববার সকালে তাকে ওই এলাকা থেকে আটক করে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পীযূষ কুমার চৌধুরী জানান, কাজল শেখ শিকলবাহা এলাকার একটি বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে চলাচলের পথে ইভটিজিং করে আসছিল। উত্যক্ত করার প্রমাণ পাওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরএ/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!