সৌদি বাদশার সাহায্য পাবে বৃহত্তর চট্টগ্রামের ১২ হাজার মানুষ, বিতরণে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন

সৌদি বাদশার সাহায্য সংস্থা কিং সালমান হিউম্যানেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে কক্সবাজারের রোহিঙ্গাসহ বাংলাদেশি দরিদ্র জনগোষ্ঠির জন্য ১১ হাজার ৫০০ ঝুড়ি খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন এই সংস্থার লোকাল পার্টনার হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করবে।

সৌদি বাদশার সাহায্য পাবে বৃহত্তর চট্টগ্রামের ১২ হাজার মানুষ, বিতরণে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন 1

এ প্রকল্প উদ্বোধন উপলক্ষে ঢাকাস্থ সৌদি দূতাবাসে মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল্ দুহাইলান এবং আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

সংবাদিক সম্মেলেনে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা প্রকল্প বাস্তবায়নে আন্তরিক সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশী দরিদ্র জনগণের পাশে থাকার জন্য মসজিদে হারামাইন শরীফাইনের সেবক ও তত্ত্ববধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আলে সাউদ এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আলে সাউদ, পাশাপাশি রাজকীয় আদালতের উপদেষ্টা ও কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের জেনারেল সুপারভাইজার ড. আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল-রাবিয়াহ ও অন্যান্য কর্মকর্তাদের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘কিং সালমান সেন্টারের এ প্রকল্প বাস্তবায়নের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা বিচারে বাংলাদেশের শীর্ষস্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনকে লোকাল পার্টনার হিসেবে বাছাই করেছে।’

এ সময় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, ‘কিং সালমান সেন্টারের অর্থায়নে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশের জনগণের মাঝে মানবিক সহায়তা প্রদানের জন্য সৌদি সরকার ও জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। লোকাল পার্টনার হিসেবে দেশের শীর্ষস্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন অতীতের ন্যায় স্বচ্ছতা ও জবাবদিহীতার সাথে কিং সালমান সেন্টারের সহায়তা প্রকল্প বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।’

আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কিং সালমান সেন্টারের প্রকল্প বিভাগের পরিচালক শায়খ ফাহদ ইবনে আব্দিল্লাহ আল-মাজি, ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ সালামত উল্লাহ, মুহাম্মদ ওয়ায়েজ, ফাউন্ডেশনের চীফ একাউন্ট্যান্ট বোরহান উদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সৌদি রাষ্ট্রদূত ও কিং সালমান সেন্টারের প্রকল্প বিভাগের পরিচালককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm