সৌদি আরবের জেদ্দা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ লোকমান (২৭) নামে এক যুবক মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সৌদি আরব সময় আনুমানিক বিকাল ৩টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৬টা) তিনি মৃত্যুবরণ করেন।
মোহাম্মদ লোকমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭ নং সোনাকানিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভরিয়ারকুল এলাকার আহমদ কবিরের ছেলে।
লোকমানের পিতা আহমদ কবির ও জেঠাত ভাই মোহাম্মদ নাছির উদ্দীন জানান, ৬ বছর আগে লোকমান জীবিকার সন্ধানে সৌদি আরব যায়। সেখানে যাওয়ার পর আর একবারও দেশে আসেনি সে।
তার নির্দিষ্ট কোন ভিসা ছিল না। যখন যে কাজ পেত সে সেখানে সেই কাজ করত। সর্বশেষ সে জেদ্দার একটি আবাসিক হোটেলে চাকরি করত।
৫ ডিসেম্বর রাতে সৌদি আরবের নিজ বাসায় সে স্ট্রোক করলে তারই সহকর্মীরা তাকে জেদ্দা হাসপাতালে ভর্তি করান। সেখানে ৪দিন পর ৯ ডিসেম্বর বিকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে লোকমান।
কেএস