চট্টগ্রামের লোহাগাড়ার এক প্রবাসী সৌদি আরবের জেদ্দার হায়াত হাসপাতালে মারা গেছেন।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টায় (সৌদি আরব সময়) তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে মারা যান বলে পারিবারিক সূত্র জানায়।
নিহত আলমগীর আলম (৪৯) লোহাগাড়ার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাষ্টারহাট খলু হাজির পাড়ার মৃত হাবিবুর রহমানের পুত্র। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের ছোট ভাই জানে আলম খোকন মুঠোফোনে জানান, কয়েকদিন আগে কাজ করতে গিয়ে তিনি পায়ে আঘাত পান। এতে তার ডায়াবেটিক বেড়ে যায়। ফলে তাকে জেদ্দার হায়াত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি আরও জানান, নিহত আলমগীর প্রায় ৩০ বছর যাবদ সৌদি আরবে অবস্থান করে আসছিলেন। সর্বশেষ প্রায় ১ বছর পূর্বে দেশে এসেছিলেন। তিনি জেদ্দার কিলো আরবাতাশ এলাকায় ব্যবসা করতেন।
এদিকে, আলমগীর আলমের মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ দেশে আনা হবে কী না পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এসএ