সৌদি আরবের মক্কায় ডায়মন্ড সিমেন্ট লিমিটেড (ডিসিএল) এর উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সৌদি আরবের মক্কায় একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মো. হাকিম আলী।
প্রধান অতিথির বক্তব্যে দেশের উন্নয়নে প্রবাসীদের সহযোগিতার কথা উল্লেখ করে হাকিম আলী বলেন, ‘আমাদের দেশের উন্নয়নে প্রবাসীদেরও অবদান রয়েছে। শুধু তাই নয়, প্রবাসীদের অর্জিত অর্থ আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখে। প্রবাসীদের অবদানে দেশ আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। কাজেই সেদিক থেকে আমরা সবসময়ই প্রবাসীদের সম্মানের চোখে দেখি।’
প্রবাসী বাংলাদেশিদের সাথে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন— ডিসিএল ব্লকের পার্টনার আব্দুল্লাহ আল জুনায়েদ, ডায়মন্ড সিমেন্টের সিনিয়র ডিজিএম (একাউন্টস) মনির হোসেন, সিনিয়র ম্যানেজার এমএ মোতালেব, সহকারী ম্যানেজার জাহিদুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ইসলামিক সংগঠক অধ্যক্ষ স.উ.ম. আবদুস সামাদ, প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমানউল্লাহ সমরকান্দি, ডায়মন্ড সিমেন্টের ডিলার এমকে ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কাশেম তালুকদার।
এতে আরও বক্তব্য রাখেন বোরাক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মাকসুদুল আলম, রূপালী ট্রেডিংয়ের পরিচালক আবদুল্লাহ আল নওশাদ, কর্ণফুলী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী শেখ মনসুর আহমেদ, খাজা ইলেক্ট্রিকসের স্বত্বাধিকারী নাসির উদ্দীন, রাউজান ট্রেডিংয়ের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম দুলাল, আনোয়ারা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী শেখ মো. সরওয়ার হোসেন, সিকদার ট্রেডার্সের স্বত্বাধিকারী সাইফুল আলম সিকদার, বি আলম ট্রেডার্সের স্বত্বাধিকারী রোকন উদ্দিন প্রমুখ।
সভা পরিচালনা করেন ডায়মন্ড সিমেন্টের জিএম (একাউন্টস) এবিএম কামাল উদ্দিন এবং হেড অফ সেলস (চট্টগ্রাম) আবদুর রহিম।