s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

সৌদি আরবে ঘরের চাল থেকে পড়ে মারা গেলেন লোহাগাড়ার লোক

0

জীবিকার তাগিদে নয় মাস আগে পাড়ি জমান সৌদি আরবের মদীনায়। সেখানে কর্মরত অবস্থায় ঘরের চাল থেকে পড়ে মুহূর্তেই পর পাড়ে পারি জমান চট্টগ্রামের লোহাগাড়ার মোহাম্মদ মুসা নামের এক রেমিট্যান্স যোদ্ধা।

মঙ্গলবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে একটি ঘরের টিন খোলার সময় উপর থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি ‌। নিহত মোহাম্মদ মুসা (৪৮) লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বায়তুননূর পাড়ার মৃত জালাল আহমেদ এর পুত্র। তিনি ৫সন্তানের জনক।

লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী জানান, বায়তুননূর পাড়ার মোহাম্মদ মুসা সৌদি আরবের মদিনা এলাকায় ঘরের টিন খোলার সময় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে পরিবারের লোকজনের কাছে শুনেছি।

পারিবারিক সুত্রে জানা যায়, নিহত মোহাম্মদ মুসা গত ৬ ফেব্রুয়ারি সৌদি আরবের মদিনায় যান। ৯ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে তাদের এক আত্মীয় মুঠোফোনে জানান, মদিনা শরীফ এলাকায় ঘরের চালের টিন খোলার সময় উপর থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মুসা।

নিহতের স্ত্রী তাছলিমা আক্তার তমু জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও কাজে বের হওয়ার আগে মোবাইল ফোনে আমার সাথে কথা বলে ছেলে মেয়ের খোঁজ খবর নেন। রাতে বাসায় ফিরে ফোনে কথা বলার কথা ছিলো কিন্তু রাত সাড়ে আটটার দিকে আরেকটি ফোনে আমার পরিবারের স্বপ্ন ভেঙ্গে খানখান হয়ে গেল।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm