s alam cement
আক্রান্ত
৫১০৯৩
সুস্থ
৩৭১৬৮
মৃত্যু
৫৬৩

সৌদি আরবে করোনায় মারা গেলেন লোহাগাড়ার লোক

0

সৌদি আরবের রিয়াদে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রামের লোহাগাড়ার সৈয়দ আহমদ (৫৫)। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টায় রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সৈয়দ আহমদ লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বের পাড়ার আবদুল কুদ্দুসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাইদ।

সৈয়দের ছোটভাই এনামুল হক বলেন, আমার বড়ভাই একমাস ধরে অসুস্থ ছিলেন। গত ৩ জুলাই বাড়িতে ফোন করে জানায় তার করোনা পজিটিভ আসেছে। আমার ভাই ২৭ বছর ধরে রিয়াদের একটি কুলিংকর্নারে চাকরি করতেন। চার বছর আগে দেশে এসেছিল। সেখানে যাওয়ার পর ভিসা জটিলতার কারণে আর আসতে পারেনি।

এএইচ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm