সৌদি আরবে আল কাছিমে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

0

সৌদিআরব (জেদ্দা) থেকে :

সৌদি আরবে আল কাছিমে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত হয়েছে। মৃত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান পাটোয়ারী (৪৪)।

unnamed

s alam president – mobile

রবিবার দিবাগত রাত (বাংলাদেশ সময়) সাড়ে ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোস্তাফিজুর রহমান কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম চাঁন্দিশকরা গ্রামের মৃত মোকছেদুর রহমান পাটোয়ারীর পুত্র।

জানা যায় , গত শুক্রবার রাত ৯টায় সৌদি আরবের কাছিম থেকে কর্মস্থলে যাওয়ার পথে একটি প্রাইভেট গাড়ি মুস্তাফিজ মিয়াকে ধাক্কা দেয়। মারাত্মক আহত অবস্থায় আল কাছিম মালেক ফয়সাল হাসপাতালে ভর্তি করলে রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

নিহতের লাশ মালেক ফয়সাল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সিলর মোকাম্মেল হোসাইন সড়ক দূর্ঘটনায় মোস্তাফিজুর রহমান মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মোহাম্মদ ফিরোজ, জেদ্দাহ সৌদিআরব:

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!