সৌদিতে আগুনে পুড়ে চট্টগ্রামের ৩ জনসহ নিহত ৭ বাংলাদেশি

সৌদি আরবে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজার জেলায়।

বুধবার (১১ ফেব্রুয়ারী) বাংলাদেশে সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের মদিনার উহুদ পাহাড়ের আল-খলিল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ৭ জনের মধ্যে তিন জনের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফে। একজনের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। অপর তিন জনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। এতে আরও হতাহতের আশংকা করা হচ্ছে বলে জানিয়েছেন মদিনায় নিযুক্ত জেদ্দা কনস্যুলেটের আইন সহকারী।

নিহতদের মধ্যে লোহাগাড়া সদর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার দুই সহোদরও রয়েছে। তারা হলেন, মো. নিজাম ও মো. আরাফাত। বাকিদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মদিনায় সোফা কারখানায় আগুন লাগার কথা শুনতে পেয়ে তাৎক্ষনিক মদিনায় নিযুক্ত আইন সহকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাদের ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।’

প্রসঙ্গত গত চার বছর আগে রিয়াদের হারাজ বিন কাশেম মানফুহা জেলার একটি সোফা কারখানায় ৪ বাংলাদেশী শ্রমিকের আগুনে পুড়ে মৃত্যু হয়। তার এক বছর আগে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশী নাগরিকসহ ৬ জনের মৃত্যু হয়।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!