সৌদিআরবে পেকুয়ার প্রবাসীর মৃত্যু

সৌদিআরবের জেদ্দায় চিকিৎসাধীন অবস্থায় মো. আমির হোসেন (৩৫) নামের এক যুবক মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বজনরা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সৌদিআরবের সময় দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিহত আমির হোসেন কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালী বাজার পাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে। তার এক ছেলে ও মেয়ে সন্তান রয়েছে।

আমির হোসেনের ভাতিজা মিনহাজ উদ্দিন বলেন, সৌদিআরবের সময় মঙ্গলবার রাত ১২টার দিকে তার বুকে হঠাৎ ব্যথা ওঠে। এরপর দু’বার বমি হয় তার। পরে জেদ্দার একটি হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার সময় তিনি মারা যান।

আমির হোসেন সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে সৌদিআরবে যান। সেখানে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। এক বছর আগে তিনি বাংলাদেশে ছুটিতে এসেছিলেন।

আমির হোসেনের ছেলে আবু নাঈম বলেন, ‘১১ মাস আগে আমরা মাকে হারিয়েছি। এখন আমার বাবাও নেই। আমার পরিবারে অবশিষ্ট আর কিছুই নেই।’

Yakub Group

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!