সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অন্যদিকে একই দাবিতে দিনভর কর্মবিরতি পালন করবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার (৩০ জুন) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম আবু নোমান স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করবে।
বিবৃতিতে আরও বলা হয়, এ সময় সকল ক্লাস, সকল পরীক্ষা, দাপ্তরিক কাজ, বিভিন্ন সভা, সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপসহ সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
এ দিকে একই দাবিতে সোমবার (১ জুলাই) দিনভর কর্মবিরতি পালন করবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আসাদ বলেন, সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহারের দাবিতে আমরা আগামীকাল (১ জুলাই) কর্মবিরতি পালন করব৷ পরবর্তীতে কর্মচারী সমিতির সমন্বয়ে গঠিত কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এমআই