সোমবার উদ্বোধন—পটিয়ায় যক্ষা নির্ণয়ের মেশিনে হবে করোনার নমুনা পরীক্ষা

পটিয়ায় যক্ষা রোগ নির্ণয়ের মেশিনে হবে করোনার নমুনা পরীক্ষা। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে এখন থেকে নমুনা সংগ্রহের পর তা আর শহরে পাঠাতে হবে না। তবে এখানে পিসিআর ল্যাবে নয়, পরীক্ষা করা হবে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে।

সোমবার (১০ মে) আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষাগার উদ্বোধন করা হবে।

পটিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানভির আহমেদ জানান, ‘হাসপাতালে পূর্বের যক্ষা রোগ নির্ণয়ের জন্য ‘জিন এক্সপার্ট’ মেশিনেই হবে করোনা পরীক্ষা। আগে প্রতিদিন হাসপাতাল হতে সর্বোচ্চ ২০টি করোনার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের পিসিআর ল্যাবে পাঠানো হতো। এখন এখানে প্রতিদিন ৮টি করোনা টেস্ট করানো যাবে এ মেশিনের সাহায্যে।’

তিনি বলেন, ‘সুখবর হচ্ছে আরটিপিসিআর মেশিনে পরীক্ষার সঠিক রেজাল্ট পাওয়া যেতো ৬০ থেকে ৭০ শতাংশ। আর হাসপাতালের এ জিন এক্সপার্ট মেশিনে ৯৫ থেকে ৯৯ শতাংশ সঠিক রেজাল্ট পাওয়া যাবে।’

জানা যায়, চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের দাবির প্রেক্ষিতে দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দাদের জন্য পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা পরীক্ষা করতে এ ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

এ ব্যাপারে মোসলেম উদ্দিন আহমদ এমপি বলেন, দক্ষিণ চট্টগ্রামের সাধারণ মানুষ পটিয়া হাসপাতালে করোনা টেস্ট করাতে পারবেন। স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, স্বাস্থ্য সচিব ফোনে আমাকে এ সুখবরটা জানিছেন। এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি।

মোসলেম উদ্দিন বলেন, ‘করোনার নমুনা পরীক্ষা দ্রুত করা হলে করোনা ভাইরাস ছড়ানো অনেকাংশ কমে আসবে। তাই দক্ষিণ চট্টগ্রামবাসীর সুবিধার্থে আমি এ দাবি করেছিলাম। আজ আমি আনন্দিত ও গর্বিত।’

চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার সেখ ফজলে রাব্বি বলেন, ‘দক্ষ জনবলের অভাবে পিসিআর মেশিন বসানো সম্ভব হচ্ছে না। তাই পটিয়া হাসপাতালে জিন এক্সপার্ট মেশিনে করোনা টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুলত এখানে জরুরি রোগীদের করোনা পরীক্ষা করা হবে।’

সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধু্রী এমপির। এছাড়া অতিথি হিসেবে সাংসদ মোসলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডাক্তার সেখ ফজলে রাব্বি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানভির আহমেদ উপস্থিত থাকার কথা রয়েছে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!