s alam cement
আক্রান্ত
৫৬৮৮০
সুস্থ
৪৮৩৭৪
মৃত্যু
৬৬৬

‘সেহরির খাবার’ নগরজুড়ে গভীর রাতে ছুটেছেন মানবিক মানুষ সাইফুল

0

বিকেল হতেই দৌড়ঝাঁপ শুরু সেহরির খাবার নিয়ে। ১০ রমজান থেকে শুরু হওয়া এ আয়োজন চলছে এখনো। কখনো মোরগ পোলাও, কখনো সুগন্ধি চালের ভাতের সঙ্গে মুরগির রোস্ট আর মুগডাল। নিজের ঘরেই এসব খাবার রান্না হয়। এরপর বক্স করে এসব খাবার চলে যায় দুস্থদের হাতে।

বলছিলাম চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল করিম চৌধুরীর এই উদ্যোগের কথা।

কোনোদিন ৩০০, কোনোদিন ৫০০ থেকে ৭০০ মানুষের খাবার আয়োজন করেন তিনি। এভাবেই রমজানজুড়ে প্রায় ৮ হাজার ভাসমান মানুষের হাতে সেহরির খাবার তুলে দিয়েছেন এই মানবিক মানুষ।

তাঁর ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজনকে আরও উৎসাহী করে অনুপ্রেরণা যুগিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। তিনি গত ৬ মে রাতে সমাজসেবক সাইফুল ইসলাম চৌধুরীর সৌজন্যে বহদ্দারহাট, মুরাদপুর ও শুলকবহর এলাকায় ৫০০ অসহায় মানুষের হাতে সেহেরি তুলে দেন।

সাইফুল করিম চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গরীব-দুঃখী এবং অসহায়রাও আমাদের মতোই মানুষ। সেহরিতে বিতরণ করা খাবারগুলো আমরাও খেয়েছি নিয়মিত। প্রতিদিন বিকেল থেকেই অসহায় মানুষের জন্য নিজ বাসায় সেহরির এসব খাবার রান্নার আয়োজন শুরু হয়।’

তিনি বলেন, ‘আমার এই উদ্যোগে বেশ অনুপ্রেরণা যুগিয়েছেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী।’

Din Mohammed Convention Hall

আদর/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm