চট্টগ্রাম নগরীর পাথরঘাটার সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকদের ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ মিলনমেলার আয়োজন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে ছিলে র্যাফেল ড্র।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মো. মহিউদ্দিন, মুনতাহা, মো. মঞ্জু, সঞ্জয় শিকদার, ইঞ্জিনিয়ার বিজয়, এনি, মোহাম্মদ তারেক, মো. মইনু, নির্মল, মো. জাহেদ, শান্তনু, মনি, কাজল সেন, টিটু ও তিমির চৌধুরী।