কক্সবাজারের সেন্টমার্টিনে আগুনে পুড়েছে দুটি রিসোর্ট। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা, তা নিয়ে চলছে গুঞ্জন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাত ২টা ৪১ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। এতে পুড়ে ছাই হয়ে গেছে কিংশুক ও বিচ ভ্যালি রিসোর্ট।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার রাত ২টা ৪১ মিনিটে সায়রী ইকো রিসোর্টের পাশেই আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের রিসোর্টগুলোতে। ফায়ার সার্ভিসের দল আসার আগেই, কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। এর পরপরই আগুন ছড়িয়ে পড়ে বিচ ভ্যালি রিসোর্টে।
তবে আগুন লাগার কারণ এখনও জানতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পর্যাপ্ত পানির অভাবে আগুন নেভাতে তাদের হিমশিম খেতে হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জসিম জানান, ফায়ার সার্ভিসের দল আসার আগেই কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায় এবং এর পরই আগুন ছড়িয়ে পড়ে বিচ ভ্যালি রিসোর্টে।
জেজে/ডিজে