সেন্টমার্টিনে গাছচাপায় নারীসহ ২ জন আহত

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ঝোড়ো হাওয়ায় কক্সবাজারের সেন্টমার্টিনে গাছ চাপা পড়ে নারীসহ দু’জন আহত হয়েছে।

রোববার (১৪ মে) দুপুরে সেন্টমার্টিনে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনো চলছে বলে জানিয়েছে সেন্টমার্টিনের বাসিন্দারা।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুলজ্জামান জানান, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে গাছচাপায় দু’জন আহত হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় তাদের নাম পরিচয় জানা যায়নি।

চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সেন্টমার্টিন ইউনিয়নে গাছচাপা পড়ে এক নারীসহ দু’জন আহত হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনো চলছে।’

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!