সেন্টমার্টিনে আটকা ৩ শতাধিক পর্যটক

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। বৈরী আবহাওয়ার কারণে তারা সেখানে আটকা পড়েন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে থাকতে হবে বলে জানানো হয়।

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান আলহাজ নুর আহমদ জানান, ৩ শতাধিক পর্যটক বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনদ্বীপে আটকা পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের টেকনাফের উদ্দেশ্যে পাঠানো হবে।

তিনি বলেন, যারা আটকা পড়েছেন তারা মূলত দুই থেকে তিন দিন আগে সেন্টমার্টিনদ্বীপে এসেছেন। জাহাজ চলাচল বন্ধ থাকায় এসব পর্যটক স্পিডবোট ও কাঠের ট্রলারে করে এখানে আসেন।

সোমবার (১৮ অক্টোবর) তাদের ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কোন কাঠের ট্রলার বা স্পিডবোট যেতে দেয়নি কোস্টগার্ড। পর্যটকরা দ্বীপের বিভিন্ন হোটেলে নিরাপদে রয়েছেন বলেও জানান নুর আহমদ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘কাঠের ট্রলার ও স্পিডবোটে চলাচল করতে পারেনি বৈরী আবহাওয়ার কারণে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কোস্টগার্ড ট্রলার বা স্পিডবোট আসতে দেয়নি। বৈরী আবহাওয়া কেটে গেলে তাদের ফেরত আনা হবে। সেখানে তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে’।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm