চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সেনাসদস্যকে মারধরের ঘটনায় দুই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য জামিন পেয়েছেন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূইয়ার আদালত দুজনের জামিন মঞ্জুর করেন। দুই আরএনবি সদস্য হলেন হাবিলদার রবিউল ইসলাম ও সিপাহী মঈন হাসান রাকিব। এক মাস কারাভোগের পর জামিন পান তারা।
এছাড়া অপর দুই আসামি সৈনিক রিটন চাকমা ও সিপাহী ইয়াসিন আরাফাতের এখনও জামিন হয়নি।
এর আগে গত ২৫ আগস্ট রাতে এক সেনাসদস্যকে মারধর করে আরএনবির সদস্যরা। এ ঘটনায় মামলা হলে চারজনকে গ্রেপ্তার করা হয়।
জামিনের বিষয়টি আরএনবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
জেএস/ডিজে