রামু সেনানিবাসের সিএসডি গেইট থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মিলিটারি পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীর নাম মো. ইমরান। সে মরিচ্যা পাগলিরবিল এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে।
শনিবার (৪ জুলাই) সকাল ৯টায় ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় একটি প্যাকেটের ভেতর ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
সেনানিবাস সূত্রে জানা যায় যে, রামু-মরিচ্যা রোডে চলাচল করা প্রতিটি যানবাহন সেনাবানিবাস এলাকা অতিক্রম করার সময় দুইটি চেকপোস্টের মাধ্যমে নিয়মিত তল্লাশি করা হয়। এরই ধারাবাহিকতায় মরিচ্যা হতে রামুগামী একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এসময় ইঞ্জিন কভারের নিচ থেকে একটি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেট থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে ইজিবাইকের যাত্রী ইমরান ইয়াবা পাচারের কথা স্বীকার করে। পরে ইয়াবাসহ আটক ইমরানকে র্যা ব-১৫ এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
এসএ