চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শোভনছড়ি সংরক্ষিত বন বিটের সেগুন গাছ কেটে পাচারের চেষ্টা মামলায় কারাগারে গেলেন ৪ ব্যক্তি। এরা হলেন মো. নাজিম (৪৬), সাহেব মিয়া(৪০), মো. তৈয়ব (৪০), মো.নাজিম উদ্দিন (৪৫)।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. ইসমাইল হোসেন বলেন, ‘২৮ সেপ্টেম্বর তারা দলবদ্ধ হয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার শোভনছড়ি বিটের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ করে বনদস্যুরা। বন থেকে গাছ কাটা ও পাচার চেষ্টার অপরাধে ৫ বন অপরাধীর বিরুদ্ধে বিট কর্মকর্তা মো. আবু তাহের বাদি হয়ে বন মামলা দায়ের করেন।’
জানা গেছে, ভূজপুর থানার পূর্ব শুয়াবিল ভাঙ্গা দিঘীর পাড়ের জহুর আহম্মদ প্রকাশ মনু সওদাগরের পুত্র মো. নাজিম প্রকাশ ভাগিনা নাজিম (৪৬) ও পশ্চিম শুয়াবিল মহাদেবপুর এলাকার মনু মিয়ার পুত্র সাহেব মিয়াকে (৪০)চট্টগ্রাম বন আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সুস্মিতা আহমেদ দীর্ঘ শুনানির পর ১১ নভেম্বর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
বন মামলা পরিচালক ফরেস্ট রেঞ্জার গাজী মনিরুজ্জামান বলেন, একই মামলার ৫ আসামির মধ্যে পশ্চিম শুয়াবিল মহাদেবপুর এলাকার মৃত কালু মিয়ার পুত্র মো. তৈয়ব (৪০) ও দুদু মিয়ার পুত্র মফিজকে (৪৫) ইতোপূর্বে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য অপরাধী মুন্সি মিয়ার পুত্র মো. নাজিম উদ্দিন(৪৫) পলাতক।
উল্লেখ্য, এ মামলার প্রধান আসামি মো. নাজিম প্রকাশ ভাগিনা নাজিমসহ ৪/৫ জন সন্ত্রাসী বন মামলা দেয়ায় ৬ নভেম্বর সন্ধ্যা ৭ টার দিকে শোভনছড়ি বিটের বাগান মালী মো. আব্দুল সাত্তারকে নাজিরহাট এলাকার চুরগারহাটে বাজার এলাকায় মারধর করে জীবননাশের হুমকি দেয়। এ ব্যাপারে উক্ত বাগান মালী ভূজপুর থানায় জিডি নম্বর-২৬৮ তারিখ ০৭/১১/২০১৯ এন্ট্রি হয়েছে। এছাড়াও ভাগিনা নাজিমসহ অন্যদের বিরুদ্ধে কয়েকটি মামলা বন আদালতে বিচারাধীন আছে।
এসএস