বায়েজিদে সেই রিপন হত্যার আসামি বন্দুকযুদ্ধে নিহত

0

চট্টগ্রামের বায়েজিদে পুলিশের সাথে ‌’বন্দুকযুদ্ধে’ এমদাদ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বায়েজিদের মাঝিরঘোনা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত এমদাদ বায়েজিদের শেরশাহ কলোনির ফরিদ আহমদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ৩১ ডিসেম্বর দিবাগত রাতে বায়েজিদে প্রতিপক্ষের ছুরির আঘাতে খুন হয় রিপন। বুধবার (১ ডিসেম্বর) বিকেলে নিহত রিপনের ভাই মোহাম্মদ আজাদ বাদি হয়ে মহিউদ্দিন, দিদারসহ ২৮ জনের নামসহ ১০-১২ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বন্দুকযুদ্ধে নিহত এমদাদ সেই হত্যা মামলার অভিযুক্ত আসামি।

s alam president – mobile

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার চট্টগ্রাম প্রতিদিনকে জানান, শুক্রবার (৩ জানুয়ারি) গ্রেফতারের পর এমদাদকে নিয়ে মাঝিরঘোনা এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে এমদাদের সহযোগীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এমদাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য বায়েজিদে রিপন হত্যাকাণ্ডের ঘটনায় যুবলীগের কথিত নেতা আবু মোহাম্মদ মহিউদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক নেতা আবু মোহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। বায়েজিদ শেরশাহ এলাকা সহ চট্টগ্রামজুড়ে কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ গার্মেন্টসের জুট ব্যবসার একচেটিয়া নিয়ন্ত্রণ ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এএ/এসএইচ

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!