সেই বাসচালক র‌্যাবের কব্জায়, লুকিয়ে ছিল মিরসরাই

রেলক্রসিংয়ে সিএনজিকে বাসের ধাক্কা

চট্টগ্রামের খুলশীতে সিএনজি টেক্সিকে ধাক্কা দেয়া সেই বেপরোয়া বাস চালক শহীদুল আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৮ ডিসেম্বর) মধ্যরাতে মিরসরাই উপজেলার সাহেরখালী বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের জাকির হোসেন সড়কের ঝাউতলা রেল ক্রসিংয়ে বাস, সিএনজি ও ডেমো ট্রেনের সংঘর্ষে তিনজন নিহত হন। ঘাতক বাস চালক শহীদুলের গ্রামে বাড়ি মীরসরাই এলাকার সাহেরখালীতে। দুর্ঘটনার পরপরই তিনি সেখানে পালিয়ে আত্মগোপন করেন।

ঘটনার পর সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রেলক্রসিংয়ের বারটি ফেলা হয়নি। বার না ফেলার কারণে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পোটি একটু এগিয়ে ছিল। পেছন থেকে একটি বাস দ্রুত এসে গাড়ি দুটিকে ধাক্কা দিয়ে রেললাইনের ওপর উঠিয়ে দেয়।

তখন দ্রুতগতির ট্রেনটি ধাক্কা দিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পোকে অনেকটা দূরে নিয়ে যায়। এই ঘটনায় ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল মনির উদ্দিন, সিএনজি যাত্রী সৈয়দ বাহাউদ্দিন আহমেদ ও কলেজ শিক্ষার্থী সাতরাজ উদ্দিন শাহীন নিহত হয়। আহত হয়েছেন আরও সাতজন।

এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। ঘটনা তদন্তে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া বাসচালককে আসামি করে শনিবার (৪ ডিসেম্বর) রাতে রেলওয়ে পুলিশের ষোলশহর ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

রোববার বিকেলে পাহাড়তলী এলাকা থেকে গেটম্যান আলমগীরকে আটক করা হয়।

এআরটি/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm