বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, ‘চট্টগ্রাম-৮ আসনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামীলীগের জামানত বাজেয়াপ্ত হবে। যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে দেশে অস্থিরতা সৃষ্টি হবে। ইভিএমের মাধ্যমে ভোট কারচুপির নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না। যারা মানুষের সাংবিধানিক অধিকার হরণ করবে তাদের পরিণতি ইতিহাস নির্ধারণ করবে। একাদশ সংসদ নির্বাচনে ভোটের আগের রাতে ভোট চুরি করেছিল, এবারের নির্বাচনে সেটা সম্ভব হবে না। আমাদের নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারা দেবে। যদি উপনির্বাচনে ভোট কারচুপি করা হয় তাহলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।’
মীর নাছির মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে নগরীর বহদ্দারহাট মোড়ে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের ধানের শীষ প্রতীকের প্রধান কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপুর পরিচালনায় কার্যালয় উদ্বোধনে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের নগর শাখার সাধারণ সম্পাদক কাজী আব্দুল হান্নান জিলানী। এসময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, নগর বিএনপির সহ-সভাপতি মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য অধ্যাপক শেখ মহিউদ্দিন, চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, মনজুর আলম মনজু, যুবদল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ প্রার্থীর উদ্দেশ্যে মীর নাছির বলেন,‘ বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে ক্ষমতা দখল করে রেখেছেন। এ অবস্থায় জোর করে ভোট কেড়ে নিয়ে তথাকথিত নির্বাচিত হওয়ার চেয়ে সমান সমান প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হওয়া অনেক সম্মানের। মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি না করে জনগণের কাতারে আসুন, জনগণকে মোকাবেলা করুন।’
আবু সুফিয়ান বলেন, ‘১৩ জানুয়ারী শুধু ভোটের ব্যাপার নয়। মানুষের নাগরিক অধিকার, ভোটের অধিকার যদি কেউ নস্যাৎ করতে চায় তাহলে জনগণ তা রুখে দিতে প্রস্তুত। বিএনপির উপর বার বার আঘাত এসেছে কিন্তু বিএনপিকে ধ্বংস করা যায়নি। বিএনপি এদেশের গণমানুষের দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে তারা মনে করেছে সকল নির্বাচন দখল করে নেবে। কিন্তু নির্বাচন দখল করলেও জনগণের অন্তর তারা দখল করতে পারবে না। জনগণের অন্তরে বেগম খালেদা জিয়া, বিএনপি ও ধানের শীষ। ১৩ জানুয়ারী আমরা বিজয়ের মালা পড়ে অধিকার আদায়ের আন্দোলনকে তরান্বিত করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশাআল্লাহ।’
কার্যালয় উদ্বোধনের পর মীর নাছির ও আবু সুফিয়ানের নেতৃত্বে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের বারাইপাড়া, ওমর আলী মাতব্বর মহল্লা রোডসহ বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন।
গণসংযোগে নগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গির আলম, মো. বখতেয়ার, নগর সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, সহ শ্রম-সম্পাদক আবু মুসা, নগর ওলামা দলের সভাপতি শহিদুল্লাহ চিশতী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান জিলানী, মহিলা দলনেত্রী শাহেদা বেগম, শাহনেওয়াজ চৌধুরী মিনু, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, রাজন খান, মো. আলী সাকি, গোলজার হোসেন, মনসুরুল করিম, মো. দিদার প্রমুখ অংশগ্রহণ করেন।
এফএম /এসবি