রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে সুবর্ণ-সোনার বাংলাসহ ১০টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসার ক্ষেত্রে সুবর্ণ ও সোনার বাংলার সূচিতে কোনো পরিবর্তন হবে না। প্রায় দেড় বছর পর রেলের ওয়ার্কিং টাইম টেবিল (ডব্লিউটিটি) পরিবর্তন হলো।
সোমবার (১০ মার্চ) থেকে ডব্লিউটিটি-৫৪ কার্যকর হবে। এর আগে ২০২৩ সালের ১ ডিসেম্বর ডব্লিউটিটি-৫৩ কার্যকর হয়েছিল।
রেল পূর্বাঞ্চলের প্রধান পরিচলন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ট্রেনের সূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন।
নতুন সূচি অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে সকাল ৭টায় ছাড়বে সুবর্ণ এক্সপ্রেস, আগে যেটি ছাড়তো ৭টা ৩০ মিনিটে।
চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের যাত্রার নতুন সময় বিকাল ৫টা ১৫ মিনিটে। এটি আগে ছাড়তো সন্ধ্যা ৬টায়।
জামালপুর থেকে বিজয় এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে রাত ৮টায়, আগে যেটি ছাড়তো ৭টা ৫০ মিনিটে।
এছাড়া কক্সবাজার এক্সপ্রেস দুপুর ১২টা ৪০ মিনিটের পরিবর্তে দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আগে ১০টা ৩৫ মিনিটে ছাড়তো, সেটি এখন থেকে ছাড়বে ১০টা ২০ মিনিটে।
সৈকত এক্সপ্রেস রাত সোয়া ৮টার বদলে রাত ৮টায় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়বে।
এছাড়া সূচি পেছানো ট্রেনের মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ছাড়ার নতুন সময় বিকাল ৫টা, আগে ছাড়তো ৪টা ৪৫ মিনিটে।
ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেসের নতুন সময় রাত ১০টা ৩০ মিনিটের পরিবর্তে রাত ১১টা করা হয়েছে।
পর্যটক এক্সপ্রেস রাত সাড়ে ৮টার বদলে সন্ধ্যা পৌনে ৮টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।
তবে ঢাকামুখি চট্টলা এক্সপ্রেস আগের সময়ে সকাল ৬টায় ছাড়লেও ঢাকা থেকে দুপুর ১টা ৪৫ মিনিটের পরিবর্তে ছাড়বে ২টা ১৫ মিনিটে।
যেসব ট্রেনের সূচি বদলায়নি
ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস আগের মতো সকাল ৬টায় ছাড়বে, ঢাকাগামী মহানগর গোধুলী দুপুর ৩টায়, তূর্ণা নিশীথা রাত সাড়ে ১১টা এবং মহানগর এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টায়।
এছাড়া সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস সকাল ৭টা ৫০ মিনিটে এবং উদয়ন এক্সপ্রেস রাত পৌনে ১০টায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে।
পূর্বাঞ্চলের বিভাগীয় রেল ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, সোমবার থেকে নতুন সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে। টিকিট বিক্রিও হবে সেভাবে।
ডিজে