সুফিয়ানের গণসংযোগে হামলাকারীদের গ্রেপ্তার দাবি নগর বিএনপির

চান্দগাঁওয়ে পথসভা

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের গণসংযোগকালে নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নগর বিএনপি নেতৃবৃন্দ। শুক্রবার (৩ জানুয়ারি) ধানের শীষের পক্ষে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে গণসংযোগ শেষে এক পথসভায় এ দাবি জানান বিএনপি নেতৃবৃন্দ।

পথসভায় নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেন, আবু সুফিয়ানের গণসংযোগে বারবার হামলা হয়েছে। প্রশাসন নির্বিকার, কোন ব্যবস্থা নিচ্ছে না। তাই সরকারি দলের মাস্তানরা হামলার সাহস পাচ্ছে। এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ভোট হবে কিনা তা নিয়ে সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে। কারণ এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ কমিশন। এই নির্বাচন কমিশনের উপর জনগণের কোন আস্থা নেই। তারপরও বিএনপি আন্দোলনের অংশ হিসেবে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে নির্বাচনে অংশগ্রহণ করেছে।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ‘এই সরকার একটি অনৈতিক সরকার। এই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকে এদেশের মানুষ তাদের ভোট প্রদানের অধিকার হারিয়েছে। গণতন্ত্রের লেবাসে তারা দেশে স্বৈরতন্ত্র চালাচ্ছে। তাই বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামকে বেগবান করতে হলে এবং এই সরকারের অপকর্মের জবাব দিতে আগামী ১৩ জানুয়ারি ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।

উল্লেখ্য, শুক্রবার সকালে বোয়ালখালীতে নির্বাচনী গণসংযোগকালে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিনের নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ বিএনপির। ওই হামলায় ১০জন আহত হয়েছেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন মাহমুদ, নগর বিএনপির সদস্য জাকির হোসেন, হাজী মো. জসিম উদ্দিন, বিএনপি নেতা হাসান ওসমান, আবুল কালাম আবু, মো. আলাউদ্দিন, মো. সালাহউদ্দিন, মো. সালাহ উদ্দিন, সামিয়াত আমিন জিসান, মো. হামিদ প্রমুখ।

এফএম/এসএস

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!