সুপারি গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু আনোয়ারায়

চট্টগ্রামের আনোয়ারায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মোহাম্মদ সাঈদ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার গাছ থেকে পড়ে জ্ঞান হারায় সাঈদ।

বিষয়টি নিশ্চিত করেন মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

জানা গেছে, নিহত মোহাম্মদ সাঈদ (১৮) উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামের মোহাম্মদ জসিম উদ্দীনের ছেলে।

নিহত মোহাম্মদ সাঈদের চাচাতো ভাই মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘শুক্রবার বিকাল ৪টায় আমার চাচাতো ভাই তার নানার বাড়ি উপজেলার বটতলী গ্রামে যায়। সেখানে বাড়ির একটি সুপারি গাছে উঠার পর সে গাছ থেকে পড়ে জ্ঞান হারায়। পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৫টার সময় তার মৃত্যু হয়।‘

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল গাছ থেকে পড়ে আহত এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আনা হয়। সেখানে শনিবার সকালে তার মৃত্যু হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm