সুখবর এলো অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিয়ে, এসএমএস ছাড়াও টিকা মিলবে

অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের যারা এতোদিন অপেক্ষায় আছেন, তাদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।

এখন থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষারতরা এসএমএস না পেলেও টিকাকার্ড দেখিয়েই দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।

বেশিরভাগকেই এর মধ্যে অবশ্য এসএমএস পাঠানো হয়েছে। এরপরও যদি কেউ না পান, তাহলে টিকা কেন্দ্রে গিয়ে কার্ড দেখালেই দ্বিতীয় ডোজ দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশে গত ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাস্ট্রাজেনেকার মাধ্যমে দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এপ্রিল মাসের শেষ সপ্তাহে টিকার মজুদ ফুরিয়ে যায়। অনেকেই প্রথম ডোজের টিকা নিয়ে অপেক্ষায় থাকেন। সম্প্রতি অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে আসায় তা গ্রহণে রোববার জরুরি ঘোষণা দেওয়া হল।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছেন এক হাজার ৯১ জন (পুরুষ ৭০৯ জন ও নারী ৩৮২ জন)। এ নিয়ে ২২ আগস্ট পর্যন্ত প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ২৫ হাজার ২৬৩ জনে।

গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৬ হাজার ৯৩১ জন (পুরুষ ১৪ হাজার ২৩৮ জন ও নারী ১২ হাজার ৬৯৩ জন)। এ নিয়ে অ্যাস্ট্রাজেকার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৯০ হাজার ৭৫৯ জনে।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!