সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ-বাংলাদেশের নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৭ নভেম্বর (শুক্রবার) ‘শুদ্ধ সঙ্গীতে চিত্ত হোক বিকশিত’-প্রতিপাদ্যকে ধারণ করে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মিলনায়তন অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক সুব্রত দাশ অনুজ।
সম্মানিত অতিথি থাকবেন সুপ্রভাত বাংলাদেশের সহযোগী সম্পাদক, কলামিস্ট কামরুল হাসান বাদল ও চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক জিন্নাহ চৌধুরী।
সভাপতিত্ব করবেন বিদ্যার্থী পরিষদের সভাপতি অরুণ নাথ।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বিদ্যার্থী পরিষদের শিল্পীবৃন্দ।



