সুইডেনে বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি চট্টগ্রামের মেয়ে আমরিন

সুইডেনে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসাবে যোগ দিলেন চট্টগ্রামের মেয়ে আমরিন জাহান শাওন। ২৮ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে যোগ দিয়েছেন তিনি।

আমরিন জাহান শাওন ৩০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০১২ সালে সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

পরে বাংলাদেশ সরকারের বৃত্তি নিয়ে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয় থেকেই এমএস ডিগ্রি নেওয়ার পর দেশে ফিরে ২০১৯ সালে সিনিয়র সহকারী সচিব হিসেবেই আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

আমরিন জাহান শাওনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মধ্য আমিরাবাদে।

তিনি লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য-
ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, বাঁশখালী সরকারি কলেজ ও চকরিয়া সরকারি কলেজের সাবেক প্রিন্সিপ্যাল ড. রেজাউল কবিরের কন্যা।

তার মা শামীম জাহানও ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ছিলেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!