সীমা অক্সিজেনের এক মালিক জিইসিতে গ্রেপ্তার

বিস্ফোরণের ঘটনার তদন্ত প্রতিবেদন পাওয়ার পরপরই চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের মালিকদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে শিল্প পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন শান্টু গ্রেপ্তার হয়েছেন।

অন্য পরিচালকদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর মধ্যে রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন এবং পরিচালক আশরাফ উদ্দিন বাপ্পী।

s alam president – mobile

এর আগে গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় সাতজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ২৫ জন।

এ ঘটনার পর গত ৭ মার্চ সীমা অক্সিজেন প্ল্যান্টের নিহত কর্মী আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম বাদি হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় মোট ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। এতে সীমা অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও অপর দুই পরিচালকও আসামি হিসেবে রয়েছেন।

Yakub Group

এদিকে মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ওই সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। ওই রিপোর্টে কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কথা উল্লেখ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm