সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি’র সদস্যরা।

সোমবার (১৭ আগস্ট) ভোরে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) উপপরিচালক মো. তাজমিলুর ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, ইয়াবা কারবারিরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নাইক্ষ্যংছড়ির রেজুআমতলী মসজিদের পাশে পাহাড়ের ঢালুতে অবস্থান নেয়।

বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি বর্ষণ শুরু করে। এসময় বিজিবি টহল দল পাল্টা গুলি করলে চোরাকারবারিরা লুঙ্গী মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!