সীতাকুন্ড প্রতিনিধি :
সীতাকুন্ড উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার গভীর রাতে পুলিশের এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ২০১৩ সালে হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের বিভিন্ন স্পটে জামায়াত-বিএনপি’র নৈরাজ্যে অতিষ্ঠ হয়ে পরে সীতাকুন্ডবাসী। ওই সময় প্রশাসন এই সকল ধ্বাংসত্মক কর্মকান্ডকে কঠোর হাতে দমন করার জন্য বিএনপি জামায়াত নেতা কর্মিদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে বিভিন্ন মামলা দায়ের করেন।
সেই সকল মামলার বিভিন্ন আসামীদের গ্রেপ্তার অভিযানে নামে পুলিশ প্রশাসন। নাশকতা, ভাংচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সোনাইছড়ি এলাকার রমজান আলী সুজন (১৯), পূর্ব লালানগর এলাকার কামরুল ইসলাম (২০), বাঁশবাড়ীয়া এলাকার আবু বক্কর চৌধুরী (৫৫), মধ্যম অলিনগর এলাকার মো: সুজন (২৫), একই এলাকার বাসিন্দা হারাধন শফিউল আলম (২৩), মাহমুদাবাদ গ্রামের এনাম হোসেন, পূর্ব সৈয়দপুর এলাকার নিজাম উদ্দিন (৪৫), বাড়বকুন্ড এলাকার সাইদুর রহমান, রেজাউল করিম (২০), মোহাম্মদ জহুরুল আলম (৫৫), ইব্রাহিম খলিল (৪০), আনোয়ার (৪৮), কুমিরা এলাকার নাছির উদ্দিন, অনিব হোসেন (২০)।
এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হাসান সংবাদিকদের বলেন, পুলিশের বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্ট : শেখ সালাউদ্দীন, সীতাকুন্ড প্রতিনিধি
এ এস / জি এম এম / আর এস পি :::