সীতাকুন্ডে কনফিডেন্স সিমেন্ট আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্ট’র শুভ উদ্বোধন

সীতাকুন্ড প্রতিনিধি :

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কনফিডেন্স সিমেন্ট সিজেকেএস আন্তঃউপজেলা সীতাকুন্ড ভেন্যুর ফুটবল টুর্ণামেন্ট আজ রবিবার বিকেলে সীতাকুন্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

sitakund-play-pic-1

উদ্বোধনীয় খেলায় মিরসরাই উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে সীতাকুন্ড উপজেলা। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

 

ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন প্রবাসী ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া’র সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রদীপ ভট্টাচার্যের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আল মামুন, কনফিডেন্স সিমেন্টস লিঃ এর নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহম্মদ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসহাক, সীতাকুন্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম,সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রুহুল আমিন, সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান, চট্টগ্রাম সিজেকেএস এর নির্বাহী কমিটির সদস্য ও ফুটবল সম্পাদক মোঃ ইউসুফ, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সদস্য দিদারুল আলম চৌধুরী,সৈয়দ আবুল বশর, সহ-সভাপতি হাফিজুর রহমান,সম্পাদক আমিনুল ইসলাম,ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন,তাজুল ইসলাম নিজামী,জাহেদ হোসেন নিজামী,সাদাকাত উল্লাহ মিয়াজী,কাউন্সিলর সফিউল আলম মুরাদ, জুলফিকার আলী মাসুদ শামীম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আমির হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ্ আলম, সীতাকুন্ড ক্রীড়া সংস্থার সদস্য অধ্যাপক নুরুল গনি চৌধুরী, ইকবাল হোসেন প্রমুখ।

 

খেলার ধারাভাষ্যে ছিলেন, মো. সেলিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার প্রতিটি গ্রামগঞ্জে ফুটবলকে আরও গতিশীল করতে উপজেলা ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়ার বাছাই করা কার্যক্রম চলছে। এমন উপজেলা ভিত্তিক টুর্ণামেন্টের মধ্যদিয়ে প্রতিটি জেলায় সেরা খেলোয়ার বাছাই করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া হবে।

 

উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সীতাকুন্ড উপজেলা দলের খেলোয়ার মোঃ আজম। আগামীকাল সোমবার বিকেল ৩টায় মিরসরাই বনাম সন্দ্বীপ উপজেলার মধ্যে ফুটবল খেলা অনুষ্টিত হবে।

 

রিপোর্ট : শেখ সালাউদ্দীন, সীতাকুন্ড প্রতিনিধি :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm