সীতাকুন্ডে অস্ত্রসহ এক ডাকাত গ্রেফতার

0

সীতাকুন্ড প্রতিনিধি :

 

সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর এলাকা থেকে দেশীয় এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

sitakund-arms-dakat-pic

 

s alam president – mobile

গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার ১০নং সলিমপুুর ইউনিয়নের জঙ্গলসলিমপুর ছিন্নমুল নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত খলিল হোসেন (৪২) ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার বাহাদুরি এলাকার বাসিন্দা সারু মিয়ার পুত্র।

 

এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০নং ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমুল এলাকা থেকে কুখ্যাত ডাকাত খলিল হোসেনকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়।

 

 

Yakub Group

তার বিরুদ্ধে সীতাকুন্ড মডেল থানায় অসংখ্য ডাকাতি মামলা রয়েছে।

রিপোর্ট : শেখ সালাউদ্দীন, সীতাকুন্ড প্রতিনিধি

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!