সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) এ কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক প্রফেসর ড.মো. ফসিউল আলম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব লায়ন মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হকের স্বাগত বক্তব্যের পর আলোচনায় অংশগ্রহণ করেন মোস্তফা কামাল চৌধুরী, অ্যাডভোকেট আবুল হাসান শাহাবুদ্দিন, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সভাপতি অধ্যাপক আবুল মনছুর ভূইয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিক, সমাজ সমীক্ষা সংঘের সভাপতি আহমেদ খসরু, খোরশেদ আলম, লায়ন বেলাল হোসেন।

সভায় ৫ সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন উপকমিটি ও ৫ সদস্য বিশিষ্ট কর্মপরিকল্পনা উপকমিটি গঠিত হয়। ৩১ জুলাইয়ের মধ্যে উপ কমিটি তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

এডভোকেট আবুল হাসান শাহাবুদ্দিনকে আহ্বায়ক করে গঠিত গঠনতন্ত্র প্রণয়ন উপকমিটির সদস্য সচিব সাংবাদিক আবুল হাসনাত। সদস্যরা হলেন ইঞ্জিনিয়ার আজিজুল হক, খোরশেদ আলম ও লায়ন কাজী আলী আকবর জাসেদ।

ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমানকে আহ্বায়ক করে গঠিত কর্মপরিকল্পনা প্রণয়ন উপকমিটির সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ ইউসুফ। সদস্যরা হলেন প্রফেসর একেএম তফজল হক, সমাজ সমীক্ষা সংঘ-চট্টগ্রামের সভাপতি আহমেদ খসরু ও লায়ন বেলাল হোসেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm