এক মাস তিনদিন আগে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া দুই ছাত্রীর সন্ধান মিলেছে। কুমিল্লা জেলার দেবিদ্বার বাগুরা শান্তিনগর এলাকা থেকে তাদের উদ্ধার করেছে র্যাব।
গত ২৩ নভেম্বর উপজেলার কুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে আর বাসায় ফিরেনি তারা।
দুইজনই কুমিরা লতিফা সিদ্দিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সোমবার (২৭ ডিসেম্বর) র্যাব জানায়, রোববার দুপুর দুইটার সময় কুমিল্লা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তাদের সাথে মোবাইল ফোন না থাকায় অবস্থান শনাক্ত করতে বেগ পেতে হয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল জানান, এসএসসি পরীক্ষার পর তাদের বাবা-মা তাদেরকে জোরপূর্বক বিয়ে দিয়ে দিবে বলে তারা বাড়ি থেকে পালিয়েছে। ছদ্মবেশ ধারণ করে দীর্ঘ একমাস যাবৎ কুমিল্লায় ছিল তারা।
নিখোঁজের পর মেয়ের সন্ধান চেয়ে তাদের মা সীতাকুণ্ড থানায় পৃথক দুটি জিডি করেন। এরপর র্যাব কার্যালয়েও অভিযোগ দেয়া হয়।
আরএম/কেএস